বইয়ের প্রচ্ছদ


যেসব ঘটনাবলী, কাহিনী ও ইতিহাস ওয়াসীম সোবহান চৌধুরীকে ভাবিত, আলোড়িত কিংবা উদ্দীপ্ত করে, তিনি তা নিজ ঢঙে ফুটিয়ে তোলেন গল্প আকারে। 

তার গল্পে উঠে আসে অতীতের কোন পরাজয়ের প্রতিশোধ হিসাবে দক্ষিণ রায় এখনো মানুষ হত্যা করেন; উঠে আসে শেখ মুজিব কীভাবে তিনবন্ধুর ভবিষ্যৎ নির্মাণে প্রচ্ছন্ন ভুমিকা রেখেছিলেন অথবা রাখেননি; উঠে আসে কেন কাঙ্খিত নারীর কাছ থেকে আনাকাঙ্খিত প্রশংসা পাবার পরও এক বিবাহিত পুরুষের প্রফুল্লতা বেশীক্ষন টিকেনি; উঠে আসে উঠতি শিল্পীর সামনে বালিকারা নগ্ন হবার পরও কেন সে পুরনো প্রেমিকার কাছে বারবার ফিরে যায়; উঠে  আসে শালিক পাখীকে পাকিস্তানী সৈন্য মনে করে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা গ্রেনেড ছুড়তে গেলে পরিণতিতে কি হয়।

এসব ঘটনা, রটনা ও সম্ভাবনা উঠে আসে বেশ ব্যতিক্রমি  নির্মাণ শৈলীর মধ্য দিয়ে কারন ওয়াসীম সোবহান চৌধুরী বিষয় নির্বাচন, চরিত্রায়ন ও কথনভঙ্গি নিয়ে দ্বিধাহীন ভাবে নিরীক্ষা করেন।

বইঃ
বাতাস পরিবর্তনের গল্প অন্যান্য



Comments